আশুলিয়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ‍্যাস।।

0
17

মোঃসোহান আহমেদ সানাউল

সাভার,ঢাকা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস আশুলিয়ার পশ্চিম গাজীরচট আয়নাল মার্কেট সংলগ্ন তালতলা এলাকায় এক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে প্রায় এক কিলোমিটার ব‍্যাপী আনুমানিকভাবে তিনশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার তুলে জব্দ করা হয়।

তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আজ (বুধবার) ধামসোনা ইউনিয়নের পশ্চিম গাজীরচট আয়নাল মার্কেট সংলগ্ন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অবৈধ চক্র আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে। অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি, এতে করে আনুমানিক তিনশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এদিকে সরেজমিনে অবৈধ সংযোগকারির অনুসন্ধান চালালে অবৈধ গ্যাস সংযোগ গ্রহনকারী বাড়ির মালিকেরা ভিডিও বক্তব্যে জানান, এই এলাকার স্থানীয় সামাদ মুন্সীর ছেলে মোক্তার মুন্সী এবং এনামুল হক মুন্সীর মাধ্যমে তারা অবৈধ সংযোগ গ্রহন করেছেন। আর এই অবৈধ সংযোগ প্রদানের জন্য তারা বাড়ি প্রতি ৫০/৫৫ হাজার টাকা আদায় করেছেন।

এছাড়াও এই সংযোগ প্রদানের সাথে ডালিম, পিতা কাজী নূর ইসলাম, কামাল, পিতা সাহাবুদ্দিন খান, আক্তার হোসেন,নাসির,আসিফ সহ আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানান বাড়িওয়ালারা।

তবে মোক্তার মুন্সী ভিডিও প্রতিবেদনে এই অভিযোগ অস্বীকার করে জানান তিনি এই অবৈধ সংযোগের সাথে জড়িত নন।

মুঠোফোনে এনামুল হক মুন্সীর নিকট জানতে চাইলে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের সাথে তিনি সম্পৃক্ত নন; উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভার, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here