আশুলিয়ার নরশিংহপুরে অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ।।

0
40
All-focus
All-focus

 

মোঃ সোহান আহমেদ,আশুলিয়া,সাভার,ঢাকা।।

 

 

ঢাকার সাভার আশুলিয়ায় নরসিংহপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপণন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১১ ডিসেম্বর) তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আজ সকাল ৯ ঘটিকা থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নরসিংহপুর ঘোষবাগের অন্ধকলোনী রোডে প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস লাইন তুলে ফেলা হয়। এতে করে ওই এলাকার প্রায় ২ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

 

আজকের এই অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৫০ জন শ্রমিক।

 

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের অন্ধকলোনী রোড এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ পাইপ ব্যবহার করে প্রায় ২ কিলোমিটারব্যাপী অবৈধ সংযোগ প্রদান করেছে। এতে আনুমানিক প্রায় ২ হাজার বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

 

গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান,
যারা এসব অবৈধ সংযোগ গ্রহন করেছে এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরে যাবো।

 

এই অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here