সাভারের আশুলিয়ার দক্ষিণ গৌরীপুর বি-বাংলা রাজু মার্কেট সংলগ্ন সিদ্দিক কলোনীতে একটি অসাধু চক্র অবৈধ ভাবে তিতাসের বৈধ বিতরণ লাইন থেকে সংযোগ নিয়ে নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ পাইপ বসিয়ে সংযোগ প্রদান করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
ফলে গ্যাস অপচয়ের পাশাপাশি সরকার যেমন হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, তেমনি অন্য এলাকার বৈধ সংযোগ গ্রহনকারীরা গ্যাসের প্রেসার শূণ্যতায় বিপর্যস্ত হচ্ছে। আর ঝুঁকিপূর্ণ ভাবে লাইন নেয়াতে প্রাণহানির আশংকা থেকেই যাচ্ছে।
এই প্রতিবেদক যখন তাকে জানান যে তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর থেকে জানা হয়েছে যে তার কলোনীতে কোনো বৈধ গ্যাস সংযোগ নেই, তখন তিনি এই প্রতিবেদকের সাথে কথা শেষ না করেই কল কেটে দেন। পরে কয়েকবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি আর কল রিসিভ করেন নাই।
এব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের (জবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম মুঠোফোনে জানান, আমরা পর্যায়ক্রমে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে আসছি। এর ভিতরে রাতের আঁধারে অসাধু চক্র সংযোগ প্রদান করছে। বিষয়টি জানলাম,অসাধু এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।