সোহান আহমেদ সানাউল
বিশেষ প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়া জিরাবোতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।৪ সেপ্টেম্বর (সোমবার) সকালে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে এই দূর্ঘটনায় ঘটে।নিহতের নাম দেলোয়ার হোসেন(৪৫),তার বাবার নাম মোঃআজগর আলী। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সে গাজীপুর জেলার মাস্টার বাড়ী, মুন্নু নগর সদর এলাকার বাসিন্দা।নিহতের গ্রামের বাড়ি বরিশাল।
নিহত দেলোয়ার জিরাবো এলাকায় ফাইভ গার্মেন্টস লিঃ এর ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
জানা যায়, বাইপাইল থেকে আব্দুল্লাহপুর যাওয়ার সময় জিরাবো বাজার এলাকায় অপরদিক থেকে আসা একটি পিকাপ গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পরে যায় ওই মোটরসাইকেল আরোহী।
সাথে সাথে পেছনে থাকা একটি ইট বোঝাই ট্রাক দেলোয়ার কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে,আশুলিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) নয়ন আহমেদ জানান,আমি আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।