নিজস্ব প্রতিবেদক: আতঙ্ক নয়,”সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়” এই স্লোগানকে সামনে রেখে সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সচেতনতামূলক র্যালি ও মশা নিধন স্প্রে,লিফলেট বিতরণসহ সমাবেশ করেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ইয়ারপুর ইউনিয়নের ১,২,৩ ও ৪নং জোন কমিটির আয়োজনে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে একটি র্যালি বের করেন তারা। পরে র্যালিটি সরকার মার্কেট ও ছয়তলা এলাকা প্রদক্ষিণ করে জামগড়ার চিত্ত বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে সমাবেত হয়ে ডেঙ্গু জনসচেতনতা মূলক আলোচনা সভা শেষ করেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার।
এসময় ইয়ারপুর ইউনিয়নের ২নং জোনের সভাপতি শরিফুল ইসলাম (পাঠান শরিফ) এর সভাপতিত্বে এ জনসচেতনতা মূলক র্যালিটির সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক শোয়েবুর রহমান শোয়েব।
প্রধান অতিথি জহিরুল ইসলাম খান লিটন বলেন, সকলকে সচেতন হয়ে, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান। বর্তমান সরকার ডেঙ্গু রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের একার পক্ষে এটা রোধ করা সম্ভব নয়। এরজন্য আমাদেরকে প্রথমে নিজেকে সচেতন হয়ে অন্যকে সচেতন করতে হবে। এর নিয়ম নীতি মেনে চললেই অনেকটাই রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, এবছরের ডেঙ্গু আরও শক্তিশালী। চিকিৎসকদের মতে, এ ডেঙ্গুতে তীব্র জ্বর, মাথাব্যথা, গায়ে র্যাশ ও বমির লক্ষণ দেখা যাচ্ছে না। এখন ডেঙ্গু হলে সামান্য জ্বরেই হার্ট, কিডনি ও ব্রেইন আক্রান্ত হচ্ছে। সাথে রোগী দ্রুত শকে যাওয়ার আশঙ্কাও বেড়েছে। বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই ডেঙ্গুর ঝুঁকিতে আছেন। গ্রামের চেয়ে শহরে এর প্রকোপ সবচেয়ে বেশি। তাই আমাদের একযোগে কাজ করলে ডেঙ্গু রোধ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু, সহ সভাপতি জিহাদুল ইসলাম, মোঃ শামীম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শুয়েবুর রহমান শুয়েব, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হোসেন সুজন, দপ্তর সম্পাদক নিহার রায়, ইয়ারপুর ১নং জোনের সভাপতি মহিউদ্দিন রনি,৩নং জোনের টিম লিডার সাইফুল ইসলাম রুমি ও ৪ নং জোনের সভাপতি খোরশেদ আলমসহ সদস্য বৃন্দ।