আশুলিয়ার বাইপাইলে হাজী মিজান কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ টি ঘর সহ সকল মালামাল পুড়ে গেছে।।

0
74

 

 

মোঃ সোহান আহমেদ সানাউল।

আশুলিয়া, সাভার ,ঢাকা ।।

 

ঢাকা সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায়  অগ্নিকান্ডে একটি কলোনীর ২২টি রুম পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে বাইপাইল এলাকার হাজী মিজান কলোনীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে  ডিইপিজেড ফায়ার সার্ভিস এর তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বাংলার রূপ news24 কে জানান, মঙ্গলবার আশুলিয়ার বাইপাইলে হাজী মিজান কলোনীতে সকাল ৬ টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৩ টি ইউনিট আগুন নিভানোর জন্য মুভ করে। পরে আমাদের কঠোর প্রচেষ্টায় সকাল ৭ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮ টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই।

 

তিনি আরও জানান, এই কলোনীতে বিভিন্ন পেশার ভাড়াটিয়ারা বসবাস করছিলেন।কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা সঠিকভাবে এখনই বলা যাবে না।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন পারে ।

 

তিনি বলেন, এই ঘটনায় মোট ২২ টি কক্ষের মালামাল পুড়ে গেছে। তবে মোট কত টাকার মালামাল পুড়ে গেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here