মোঃসোহান আহমেদ সানাউল,সাভার।।
ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপণন অফিস অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এই অভিযানটি পরিচালনা করেন।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত অভিযানে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জিরাবো বাগানবাড়ি এলাকায় প্রায় ৪ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয়। এতে করে ওই দুই এলাকার প্রায় ৩ হাজার এর বেশি বাসাবাড়িতে নেয়া অবৈধ লাইন বিচ্ছিন্ন হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করে তিতাসের কতৃপক্ষ।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহকারী প্রকৌশলী নাজমুল প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।
অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জিরাবো বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে ৩ ইঞ্চি,২ ইঞ্চি,ও১ ইঞ্চি সংযোগ পাইপ ব্যবহার করে প্রায় ৪ কিলোমিটারব্যাপী অবৈধ সংযোগ প্রদান করেছে। এতে আনুমানিক প্রায় ৩ হাজার বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান,
যারা এসব অবৈধ সংযোগ প্রদান করেছে তারা নিম্নমানের ফিটিংস সহ কোনো ধরণের রেগুলেটর ছাড়াই আমাদের হাই-প্রেসার লাইন থেকে সংযোগ দিয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। যেহেতু এই এলাকা শিল্পাঞ্চল তাই এখানে অধিকাংশই আমাদের শিল্প সংযোগ। অবৈধ সংযোগ প্রদানকারীরা এভাবে ঝুঁকি নিয়ে সংযোগ প্রদান করায় বাসাবাড়িতে বসবাসরতদের মানুষের জীবনের তোয়াক্কা না করে হাজার হাজার মানুষকে ঝুঁকি মুখে ফেলে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ার ভিতরে যাবেন।
এই অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।