সোহান আহমেদ,আশুলিয়া।
আশুলিয়া কাঠগড়া এলাকার পুকুর পাড় হাই স্কুল রোডের একটি বহুতল ভবনের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।আজ বিকেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন। এই অভিযানে আলেক ভিলা নামে বহুতল ভবনের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ “বাংলা রূপ নিউজ টোয়েন্টিফোর “কে জানান,গোপন সূত্রে আমরা জানতে পারি এই বহুতল ভবনটিতে অবৈধ গ্যাস লাইন ব্যবহার করছে।পরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ,আমরা ঐ বাড়ির গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ফেলি এবং বাড়িওয়ালা মোহাম্মদ আলেক আলী সাহেবকে,গ্যাস আইন ২০১০ ইং এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ আসওয়াদ সাংবাদিকদের জানান,আমরা ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে বাড়ির ম্যানেজার পালিয়ে যান।আমরা তার সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন, এবং বাড়িওয়ালার সাথে ও যোগাযোগ করা যায়নি এসময় বাড়ির ভাড়াটিয়ারা ভ্রাম্যমান আদালতের জরিমানার টাকা পরিশোধ করেন।