আশুলিয়ার আজিজ মার্কেটের দোতালায় আগুনে ভস্মীভূত হয়েছে কমপক্ষে ১০ টি দোকান।।

0
40

 

সোহান আহমেদ সানাউল।

নিজস্ব প্রতিবেদক ।।

 

ঢাকা সাভারের আশুলিয়া বাজারের আজিজ মার্কেটের দোতালায় আগুনে পুড়ে গেছে কমপক্ষে ১০ টি দোকান আজ রবিবার( ৫ জানুয়ারি) সন্ধ্যা আটটার দিকে মার্কেটের দোতালার রাফি প্রিন্টার্স নামে এক প্রিন্টিং ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় । পরে আশুলিয়া ডিইপিজেড ফায়ার স্টেশনে ফোন দিলে তারা রাস্তা জ্যাম থাকার কারণে পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ।অন্যদিকে ঘটনার সাথে সাথে দোকান  মালিকরা ও প্রত্যক্ষদর্শীরা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালায়।

বাংলার রূপের ছবি ।

মার্কেটের দোতালায় প্রায় ১৫/২০ টি দোকান ছিল এরমধ্যে প্রিন্টিং কারখানা, ডেন্টাল চেম্বার, স্টুডিও ,চায়ের দোকান, সেলুন, ও গোডাউন সহ আরো অনেক রকমের দোকান ছিল।

বাংলার রূপের ছবি 

এই ঘটনায় এই মার্কেটের মালিক মোহাম্মদ আজিজ আহমেদ” বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর ”কে জানান ,আনুমানিক সন্ধ‌্যা পৌনে আটটার দিকে মার্কেটের দোতালায় দক্ষিণ পূর্বপাশের রাফি প্রিন্টার এর ভিতর থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি জানান এশার নামাজ পড়ে বের হয়ে মার্কেটে আগুনের খবর শুনতে পান, পরে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে ফোন দেন এবং প্রত্যক্ষদর্শীদের আগুন নিভানোর জন্য সহযোগিতা চান। তার কাছে আগুনের সূত্রপাত এর কারণ জানতে চাইলে তাৎক্ষণিক তিনি সংবাদকর্মীদের কিছু বলতে পারেননি।

বাংলার রূপের ছবি 

এ ব্যাপারে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম  বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান, আমরা আনুমানিক সোয়া আটটার দিকে আগুনের খবর পাই ।পরে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল দিকে মুভ  করি। পরে রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট একসাথে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । এ সময় ঘটনাস্থলে সাভার, আশুলিয়া , ধামরাই ফায়ার ষে্ষ্টেশন অফিসার  আনারুল ইসলাম উপস্থিত ছিলেন ।

এসময় সিনিয়র অফিসার জাহাঙ্গীর  আলম আরো জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি ,এবং তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও অনুমান করা সম্ভব হয়নি।তিনি বলেন তদন্ত সাপেক্ষে পরে এগুলো জানা যাবে।এছাড়াও এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here