আশুলিয়ায় ইউপি সদস্য সন্ত্রাসী রাজন ভূইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

1
9

 

সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রাজন ভূঁইয়া পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর-দোকানপাট ভাংচুরসহ মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা জেলার সভাপতি ও ঢাকা-১৯ আসনের হাত পাখা মার্কার প্রার্থী মোহাম্মদ ফারুক খাঁন।

শুক্রবার (৬অক্টোবর) বিকালে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার তার নিজ অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফারুক খাঁন অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে জমি সংক্রান্ত বিষয়ে কুখ্যাত সন্ত্রাসী মেম্বার রাজন ভূঁইয়ার নেতৃত্বে তার বাহিনী আমাদের মার্কেট ও বসত বাড়ীতে হামলা করে। দোকানদারদের মারধর করে বের করে দেই।

এছাড়া রাতের বেলায় ভয়ভীতি দেখিয়ে আমাদের ভাড়াটিয়াদেরকে বৃষ্টির মধ্যে রুম থেকে বের করে দিলে ঐরাতে কোথায় যাবে বলে দিশেহারা হয়ে পড়ে ভাড়াটিয়ারা। পরে কোন উপায় না পেয়ে আশুলিয়া থানায় একটি জিডি করি। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার হয় এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রাজন ভূঁইয়া বলেন, মারামারির ঘটনা আমি শুনেছিলাম। পুলিশ আসার পরে আমি মেম্বার হিসেবে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কোন সম্পত্তির দাবি করে কখনও তাদের কাছে যাইনি। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

এসময় এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আবু তাহের মৃধা, আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম লিটন, যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠু, ভোরের দর্পণ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মোঃ মশিউর রহমান, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নিরব, বিডি-২৪ লাইভ ডটকমের সাভার প্রতিনিধি মোঃ শাকিল শেখ ও দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধ হেলাল শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here