আ’লীগের কেন্দ্রীয় অফিসে নালিতাবাড়ী নয়াবিল ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন’র ফরম জমা।

0
13
আমিরুল ইসলাম,
নালিতাবাড়ী, (শেরপুর) প্রতিনিধিঃ
আসন্ন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে প্রচারনায় এগিয়ে রয়েছেন আ’লীগ নেতা অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা।
তিনি আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) ধানমন্ডি আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় দলীয় ফরম উত্তোলন ও জমা প্রদান করেন।
এর আগে তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ অফিসে ফরম সংগ্রহ করে জমা দেন।
সে টাঙ্গাইল জেলার সখিপুর বোয়ালী ডিগ্রী কলেজের সহকারী অধ‍্যাপক হিসাবে কর্মরত আছেন। এর আগে নালিতাবাড়ী আঃ রশিদ মহিলা কলেজের সাবেক প্রভাষক ছিলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে বিএসএস (সম্মান) ও ১৯৯৮ সালে এমএসএস(সমাজকর্ম) পাশ করেন এবং ওই কলেজ এবং নালিতাবাড়ী নাজমুল স্মৃতি কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী  হিসেবে রাজনীতি করছেন।
অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ও শিক্ষিত পরিবারের ৬ ভাই-বোনের মধ্যে ৪ ভাই চাকরিজীবি ১ ভাই প্রবাসী।
 দির্ঘদিন থেকে এলাকায় দলীয় সকল কর্মসূচিতে সরাসরি অংশ গ্রহন এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যহত রেখেছেন।
পাশাপাশি এ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসাবে ১৮টি গ্রামের সর্বস্তরের মানুষের সাথে সুখে-দুঃখে আপদে বিপদে মতবিনিময়, কুশল বিনিময় সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক জন সম্পৃক্ততা রয়েছে  মানুষ গড়ার কারিগর তোফাজ্জল হোসেন রানার।
করোনা কালিনসময় নিজ অর্থে গরীবের মাঝে খাদ‍্য সামগ্রী,কাপড়,নগদ টাকা,শিক্ষার্থীদের মাঝে বই,খাতা,কলম,খেলার সামগ্রী ও অনেকের চিকিৎসা সহায়তা প্রদান করেন।
নয়াবিলের সাবেক সার্জেন্ট সেলিম ও দাওধারার তরুন ভোটার আল আমিন বলেন, ভদ্র,মিশুক ও জননন্দিত তোফাজ্জল হোসেন রানার পরিবারের সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। এবং তিনি সম্ভ্রান্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান। এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা বেশী। তাকে দলীয় মনোনয়ন ও নৌকা  প্রতিক দিলে জয়ের সম্ভাবনা বেশী।
মানিকচাঁদপাড়া গ্রামের শিক্ষক নুরুল আমিন বলেন,চেয়ারম‍্যান প্রার্থী রানার অর্থনৈতিক অবস্থা মজবুত থাকায় দলীয় কর্মিদের পাশাপাশি ইউনিয়নের বহু অসহায় পরিবারকে তিনি অর্থ দিয়ে সাহায্য করেন,ক্লীন ইমেজের শিক্ষিত প্রার্থী হিসেবে জনমতে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেলে অনেক বেশি ভোটে নির্বাচিত হবেন।
নয়াবিল ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন রানা এসাংবাদিককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “ভিশন ২০৪১” অর্জনের লক্ষে স্থানীয় এমপি ও সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মহদোয়ের দিকনির্দেশনায় সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন বাসীর সহযাত্রী হিসাবে মাদক, বাল্যবিবাহ মুক্ত ও শিক্ষিত সমাজ ব্যবস্থা গঠন সহ মডেল ইউনিয়ন গড়ার লক্ষ নিয়ে নয়াবিল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক প্রত্যাশায় দির্ঘদিন থেকে জনেসবার উদ্দেশ্যে দিন-রাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। স্থানীয় আ’লীগের অনেকে আমার সাথে আছেন। ভোটারদেরও ব‍্যাপক সমর্থন পাচ্ছি ইনশাল্লাহ দল মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here