আমিহীন দুনিয়া থেমে থাকবেনা এক মূহুর্ত।।

0
8

বাংলার রূপ, সাহিত্য ডেস্কঃ

“আমিহীন দুনিয়া”
“এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ।
ভয়ও লাগে, আশাও আছে । মরীচিকাময় পৃথিবী, মিছে সব মায়া, মিছে প্রেম, ভালোবাসার হাতছানি । কেউ কাউকে মনে রাখে না । মনে রাখে ততক্ষণ, যতক্ষণ প্রয়োজন । ঘুমন্ত কবরে রেখে আসার পর সবাই ধীরে–ধীরে ভুলে যায় । ভুলে যেতেও হয় । শোক আর কতোক্ষন মানুষ বহন করতে পারে !?
মাঝেমাঝে নিজেকে কবরস্থ ভেবে, আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি । দেখি সবই ঠিকঠাক চলছে । আমার জন্য কিছুই থেমে নেই । অফিসে আমার চেয়ারটাও খালি নেই । খালি নেই বাসার বিছানাটা । খালি নেই যাদের মনে যতটুকু স্থানে ছিলাম সেই জায়গাগুলো সব দখল হয়ে গেছে । কলিজার টুকরো সন্তান, প্রিয়তমা স্ত্রী যাদের ছাড়া আমার পৃথিবী ছিলো কল্পনাহীন, তারাও স্বাভাবিকভাবে জীবন জাপন করছে । তাই এজীবনের জন্য নয় ওপারের স্থায়ী ঠিকানা চিরকাল আজীবন যেখানে থাকতে হবে সেখানের জন্য পুজি সংগ্রহ করতে থাকি ! দুনিয়ার এই সম্পদ যেখানে কাজে লাগবে না, আসুন মহান আল্লাহর রাজিখুশির চেস্টা করি ! আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ হয়ে যাবে । আমিহীন দুনিয়া বেশ ভালোই চলবে । কিন্তু কেউ জানবে না- আমি কেমন আছি..?.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here