বাংলার রূপ,আর্ন্তজাতিক নিউজ ডেস্ক।
ওর্য়াল্ড হেলথ অর্গানাইজেসন (ডব্লিউএইচও ) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রতি ডব্লিউএইচওর পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প।
মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প সাংবাদিকের বলেন, আমরা ডব্লিউএইচওর পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি। তবে ঠিক কী পরিমাণে টাকা দেয়া বন্ধ করতে যাচ্ছেন সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ট্রাম্প বলেন, আমি সেটা করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, তহবিল যাতে বন্ধ করে দেয়া হয় সেই বিষয়ে আমি নজর রাখব।
ট্রাম্পের অভিযোগ, ডব্লিউএইচও ‘চীনের প্রতি খুব পক্ষপাতদুষ্ট’ বলে মনে হচ্ছে। তিনি বলেন, এটি ঠিক নয়।