আবুল বাশার কৃষি কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন।

0
23

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” ঢাকার ধামরাইয়ে আবুল বাশার কৃষি কলেজের আয়োজনে, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ শে আগষ্ট দুপুরে আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গনে’ এই আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এসময় আবুল বাশার কৃষি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. রওশনরা বেগম এর সভাপতিত্বে” প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন’ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল বাশার কৃষি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব,ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মশিউর রহমান জানু, অত্র কলেজের সকল শিক্ষক বৃন্দ সহ আরও অনেকে।