আপনজনদের সাথে ঈদ উদযাপন করতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ।।

0
18

মোঃ শুভ
মুন্সীগঞ্জের,লৌহজং প্রতিনিধি:

আপনজনদের সাথে ঈদ উদযাপন করতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ।দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার শতকরা প্রায় ২৫ ভাগ মানুষের বসবাস রাজধানীর ঢাকায়।দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা  নদী বেষ্টিত  হওয়ায় সড়ক যোগাযোগ কম।ফলে তাদের একমাত্র ভরসা নৌপথ।

ঢাকার সোয়ারিঘাট ও সদরঘাট লঞ্চ টার্মিনালে,মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট,শরিয়তপুরের কাঠালবাড়িঘাটে ছিল হাজার হাজার মানুষের উপচে পরা ভির।তবে অনেকের অভিযোগ বেশিরভাগ লঞ্চ বা যানবাহনে নির্ধারিত ভাড়া থেকে প্রায় দিগুণ ভাড়া রাখছে, এছাড়াও নেই কোন নিরাপত্তা ব‍্যবস্থা।

এব‍্যাপারে মুন্সীগঞ্জের বি,আই,ডব্লিউ,টি,সি (BIWTC)এর কর্মকতা,আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা জানান,এই করোনাকালিন সময়  যাত্রীদের মধ্যে কোনো ভয় চেতনা নেই,তারা চাপাচাপি লাফালাফি করে কার আগে কে পৌছাবে এই নিয়ে ব‍্যস্ত, তাদের এক কথা কতোক্ষণে বাসায় গিয়ে পোঁছাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here