বাংলার রূপ
বিনোদন ডেস্কঃ
‘আদম’ এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছবিটি ছাড়পত্র পেয়েছে। সবকিছু গুছিয়ে শিগগিরই এটি মুক্তি দেয়া হবে।প্রায় চার বছর পর ১ মার্চ (বুধবার) বিকেলে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করার কথা জানান নির্মাতা, ‘আদম’ সিনেমার যাবতীয় কাজ শেষ। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ঐশী।
আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। ইয়াশ ও ঐশী ছাড়া এতে আরও অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য ও রাইসুল ইসলাম আসাদ।
নির্মাতা বলেন, ‘মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে আদম। জঙ্গল, সমুদ্র, গ্রাম সবকিছু মিলিয়ে ৫১ দিন শুটিং করা হয়েছে। আদম এমন একটি জাতি যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়। আমার ভাষায় বলতে গেলে আদম থেকে আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান। আদমদের এসব বিচিত্র রূপ নিয়ে নির্মিত হয়েছে আমাদের “আদম” সিনেমাটি।’