আজ কৃষক লীগের দশম তম জাতীয় সম্মেলন।

0
38

 

নিজস্ব প্রতিবেদক।

আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এর কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক নেত্রী ও জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কৃষকলীগের আজকের এই সম্মেলনের সভাপতি হিসেবে  নির্বাচিত হয়েছেন কৃষিবিদ সমীর চন্দ্র। এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

পরে কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  এর পরে কাউন্সিলররা কৃষক লীগের সভাপতি পদের জন্য  ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম অধিবেশন পরিচালক ওবায়দুল কাদের এর কাছে উপস্থাপন করেন।  এ সময় ওবায়দুল কাদের এদের মধ্য থেকে দুজনকে বাছাই করার অনুমতি দেন।এরপর রুদ্ধদ্বার বৈঠকে পর্যালোচনা করেন তাঁরা।

 

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি পদে কৃষিবিদ সমীর চন্দ্রের নাম ঘোষণা করেন ।ও সাধারণ সম্পাদকের পদে এডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নাম ঘোষণা করেন। পরে সদ্য পদ পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক কে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেন তিনি।

 

১৯৭২ সালে ১৯ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ নামে সংগঠনটি  প্রতিষ্ঠা করেন।এই সংগঠনটি প্রতিষ্ঠাতার পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ কৃষি খাতকে উন্নত সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া এবং কৃষকদের কৃষিকাজে সব ধরনের সাহায্য সহযোগিতা করা। তাই জাতির পিতার উদ্দেশ্যকে অনুধাবন করে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় ,আজ বুধবার কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here