আজব এক মোবাইল চোরের সন্ধান মিলল ঢাকার দোহারে।।

0
54
বাংলার রূপ নিজস্ব প্রতিবেদকঃ
সৎ মানুষ যখন প্রয়োজনের তাগিদে চুরি করতে যায়, তখন কিছু চিহ্ন রেখে আসে। ঢাকার দোহারে বুধবার রাতে এমনই এক ঘটনা ঘটলো। টিনের চালা কেটে দোকানে ফোন চুরি করার পর টাকা ও চিরকুট রেখে গেছে এক চোর। এ ঘটনা অবাক করেছে অনেককেই।
দোহার উপজেলার কার্তিকপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, দোকানে একাধিক মোবাইল থাকলেও চোর নিয়েছেন ভিভো ওয়াই থ্রি মডেলের একটি ফোন। চুরির পর ওই দোকানেই রেখে গেছেন একটি চিরকুট ও তিন শ’ টাকা।
বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মিজান দোকান খুলে উপরের সিলিং ও টিনের চালা কাটা দেখে ভয় পেয়ে যান। তিনি ধারণা করেন হয়তো তার দোকানের সব মালামালই চোরে নিয়ে গেছেন। কিন্তু চিরকুট পাওয়ার পরে অনেকটাই ভয় কমেছেতার। দোকানের চালা কেটে মাত্র একটি ফোন নিয়ে সঙ্গে তিন শ’ টাকা দেখে নিজেও অবাক হয়েছেন ওই ব্যবসায়ী।ব্যবসায়ী মিজান বলেন, বুধবার রাতে আমার দোকানের টিনেরচালা কেটে একটি মোবাইল নিয়ে গেছে। সঙ্গে একটি চিরকুট ও তিন শ’ টাকা রেখে গেছে। এ আবার কেমন চোর! এমন চুরির ঘটনা তিনি আগে কখনো দেখেননি কিংবা শোনেননি।এ বিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা জানান, চোরটির হয়তো একটি অ্যানড্রয়েড মোবাইলের প্রয়োজন ছিল তাই ফোনটি নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here