আগামীতে বিতর্কিত কাউন্সিলররা মনোনয়ন বঞ্চিত হবেন :কাদের

0
27

নিজস্ব প্রতিবেদক।

 

মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসময় তিনি বলেন যেসব বিতরকিত ও দুর্নীতিবাজ কাউন্সিলর রয়েছেন সকল কাউন্সিলররা আগামীতে মনোনয়ন বঞ্চিত হবেন।এ সময় সাংবাদিকরা জানতে চায় যাদের ছত্রছায়ায় কাউন্সিলররা বেড়ে উঠেছে তাদের কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা? জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন আপনারা তো ছাতার কথা বলছেন,সকল ছাতাই খোঁজা হচ্ছে তদন্ত সাপেক্ষে দুদককে সকল ছাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসময় ওবায়দুল কাদের বলেন সন্ত্রাসী চাঁদাবাজি ধান্দাবাজি ও টেন্ডারবাজি কাউকে ছাড় দেয়া হবে না।অভিযান চলছে চলবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে।তৃণমূল থেকে মূল দল পর্যন্ত বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্য ও সৎ নেতা বানানো হচ্ছে,ও পরবর্তীতে ও যাচাই-বাছাই করে নেতা বানানো হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে কোনভাবেই যেন বিতর্কিতরা কমিটিতে না আসতে পারে। প্রধানমন্ত্রীর সকলকে এ ব্যপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here