আইইডিসিয়ারের দেয়া হটলাইন নম্বরে কল করে নারী চিকিৎসকের সঙ্গে অশ্লীল ভাষায় ফোনালাপ ।।

0
11

 

বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।

মহামাড়ি করোনার বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনায় করোনার তথ্যে জানাতে জনগণের জন্য হটলাইন সেবা চালু করেছে আইইডিসিআর।রোগী না হয়েও সেই হটলাইন নাম্বারে কল করে অসাধু চক্রের কিছু সদস‌্যরা নারী চিকিৎসকে উত্ত্যক্ত করার অভিযোগে। উত্ত্যক্তকারী চক্রের একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ‌্যকশন ব‌্যাটালিয়ন (র‌্যাব)।

কল ট্রাকিংয়ের মাধ্যমে রাজধানীর হাতিরঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব‌্যাপারে র‍্যাব জানিয়েছে, রোগী না হয়েও আইইডিসিয়ারের দেয়া হটলাইন নম্বরে বিভিন্ন অ্যাপ দিয়ে একের পর এক কল করে নারী চিকিৎসকের সঙ্গে অশ্লীল ভাষায় ফোনালাপ করে যাচ্ছিল একটি চক্র।প্রযুক্তি ব‌্যাবহার করে কল ট্রাকিংয়ের মাধ্যমে হাতিরঝিল থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে র‍্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here