নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত ভোররাত সাড়ে চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুনী এই রাজনীতিবিদের মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৩ বছর।
এর আগে ৯ অক্টোবর ব্রেন স্ট্রোক করে তিনি ইউনাইটেড হাসপাতাল ইমারজেন্সী করোনারি ইউনিট (আইসিইউ) তে ভর্তি হন।
মৃত্যু কালে দুই ছেলে দুই মেয়ে সহ,অনেক রাজনৈতিক কর্মি ও গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার ২১ অক্টোবর তার গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বারে তাকে দাফন করা হবে।