অস্থিরতা তো ওবায়েদুল কাদের নিজেই সৃষ্টি করেছেন,ইমরান সালেহ প্রিন্স।

1
7

আমিরুল ইসলাম,

শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ বিভাগের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপিকে শাপলা চত্বরের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি গনতান্ত্রিক দল। আওয়ামীলীগ সরকার শাপলা চত্বরে যাদের হত্যা করেছিলেন, আজ এ কথা বলে ওই হত্যাকান্ডের কথা শিকার করে নিলেন তারা। তবে এ হত্যা কান্ডের বিচার এক দিন গনতান্ত্রিক শাসনামলে হবে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেন, দেশে না কী অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। আমরা বলি অস্থিরতা তো ওবায়েদুল কাদের নিজেই সৃষ্টি করেছেন।

তিনি ২২ অক্টোবর রোববার বিকেলে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর মাধবপুরস্থ বাসায় আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে সফল করার লক্ষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি নেতা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, মামুনুর রশিদ পলাশ, শফিকুল ইসলাম মাসুদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গদলের নেতারা উপস্থিত ছিলেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here