অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

0
64

 

 

সোহান আহমেদ (সানাউল),সাভার,ঢাকা।।

 

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সাভারে পাঁচটি ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে । সাভারের গেন্ডা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা এই ইটভাটাগুলো জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান অব্যাহত ছিল।

 

এ সময় অভিযান চলাকালে পাঁচটি ইট ভাটাকে জরিমানা করা হয় এবং তাদের চুল্লী ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

ইট ভাটা জরিমানা গুলো হলো- তৃষা ব্রিকস ( জরিমানা ৫ লক্ষ), মাসুম ব্রিকস্ ( ৫ লক্ষ), মধুমতি ব্রিকস্ (৫ লাখ),চান মিয়া ব্রিকস্ (৩ লক্ষ) ও কর্ণফুলি ব্রিকস্ (৫ লক্ষ)। এদের সবাইকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম সাংবাদিকদের জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। সম্প্রতি হাইকোর্ট থেকে একটি নির্দেশও দেওয়া হয়েছে। সেখানে আগামী ১৫ দিনের মধ্যে সকল অবৈধ ইট ভাটা বন্ধ করে দিতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অভিযান পরিচালনা করেন

আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here