অবশেষে ভিজিএফ এর চাল বিতরণ শেষ করলো শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ।

0
21
এ জেড হীরা
শেরপুরপু (বগুড়া) প্রতিনিধিঃ 
 বগুড়ার  শেরপুর উপজেলার  শাহবন্দেগী ইউনিয়নের পবিত্র  ঈদ উল আযহা উপলক্ষে  দুস্হ অসহায়  মানুষের জন্য বরাদ্বকৃত ভিজিএফ এর অবশিষ্ট  চাল অবশেষে  মঙ্গলবার সকালে সুবিধা  ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সুত্রে জানা যায়
গত ঈদউল আযহা উপলক্ষে   ওই ইউনিয়নের ২৪৯৮ জন  গরীব দুস্হদের  জন্য প্রধানমন্ত্রীর বিশেষ  ভিজিএফ চাল বরাদ্ব করা হয়।
ইউনিয়ন পরিষদের সচিব  ইকবাল  হোসেন দুলাল  জানান ঈদের আগের দিন সকাল থেকে সন্ধা পর্যন্ত ট্যাগ কর্মকর্তার উপস্হিতে   দুস্হদের মাঝে ১০ কেজি করে চাল  বিতরণ করা হয়। কিন্ত অবশিষ্ট  থেকে যায়  ৩৮১ জনের চাউল। এ চাল বিতরণের জন্য পুনরায়  সুবিধাভোগীদের  মাঝ পূর্ব সিদ্ধান্তের  আলোকে আজ ১০ আগষ্ট যথারীতি বিতরণ করা হলো । ইউপি চেয়ারম্যান আলআমিন, ইউপি সচিব  ইকবাল  হোসেন  দুলাল   উপস্থিত সুবিধা ভোগীদের মধ্যে অবশিষ্ট চাল বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here