অপহরণের পর এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।।

0
4

বাংলার রূপ,কক্সবাজার প্রতিনিধি।।

অপহরণের পর এক যুবককে রোহিঙ্গা সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।কক্সবাজারের টেকনাফে এই ঘটনা ঘটে,আজ শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার মৃতদেহটি মৌলভী আবুল কাছিমের ছেলে আকতারুল্লাহের (২৪) বলে পুলিশ নিশ্চিত করেছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা আকতারুল্লাহসহ ৩ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। পুলিশ বাকি অপহৃতদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ৩ জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একজনের মরদেহ উদ্ধার হলো। বাকি দুজনের এখনও খোঁজ মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here