অনেক চেষ্টার পরেও বসানো গেলোনা পদ্মা সেতুর ৩৪ তম স্প‍্যান।।

0
15
মোঃএমরান হোসেন তুহিন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শত চেষ্টার পরেও বসানো গেলোনা পদ্মা সেতুর ৩৪ তম স্প‍্যান। সাড়া দেশে নিম্নচাপের কারণে প্রচণ্ড বাতাস ও আলো স্বল্পতার কারণেই সব চেষ্টা ব‍্যর্থ। আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সকালে আবার শুরু হবে কাজ।৩৪ এই স্প্যানটি বসলে সেতুর ৫ কিলোমিটারের বেশি দৃশ্যমান হবে।
আগামীকাল (২৫অক্টোবর) রবিবার ৩৪তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল। তবে সকল কার্যক্রম আগেই সম্পূর্ণ হওয়ায় একদিন আগেই স্প্যানটি তুলে ফেলার পরিকল্পনা করা হয়। শনিবার (২৩ অক্টোবর) সকালে স্প্যানটি ক্রেনে তুলে ফেলা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে রওয়ানা দিতে দেরি হয়।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে ক্রেন তিয়ান ইউ স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের দিকে রওয়ানা হয়। প্রায় ২ কিলোমটার পথ পাড়ি দিয়ে মাঝনদীতে ৭ ও ৮ নম্বর পিলারের কাছে যখন ক্রেন পৌঁছে, ততক্ষণে দিনের আলো প্রায় শেষ।বাকি আছে ক্রেন নোঙ্গর করার কাজ, তবু হাল ছাড়েন না চীনা প্রকৌশলীরা। বেশ কয়েকবার চেষ্টার পর এক সময় আলোক স্বল্পতার কাছে হার মানেন তারা। আগে থেকে এ জায়গায় বসানো ৪ টি স্প্যানের কাছে ক্রেনসহ স্প্যানটি রেখে দিয়ে ঘোষণা আসে প্রথম দিনের মতো কাজ স্থগিত করার। রাতভর সেনাবাহিনীর সদস্যরা স্প্যানটি পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here