অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা।

0
72

 

ফজলে রাব্বী,খুলনা।

 

খুলনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে সোহেল ট্রেডার্সের মালিক তাহের পাটোয়ারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহানগরের বড় বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট  বলেন, শুক্রবার (১৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের পেঁয়াজের ব্যাপারী হয়রত আলী খুলনার বড় বাজারের সোহেল ট্রেডার্সে এক ট্রাক পেঁয়াজ নিয়ে আসেন। পেঁয়াজের ক্রয় মূল্য ছিল ১৫৫ টাকা। ট্রাক ভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে প্রতিকেজির মূল্য দাঁড়ায় ১৭৬ টাকা। কিন্তু সোহেল ট্রেডার্স প্রতিকেজি পেঁয়াজ পাইকারি ২১৫ থেকে ২২০ টাকা বিক্রি করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় সোহেল ট্রেডার্সের মালিক তাহের পাটোয়ারীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এসময় তাকে নির্দেশ দেওয়া হয়, তার গুদামে থাকা ১৯৭ বস্তা, ৭ হাজার ৪৭২ কেজি পেঁয়াজ ন্যায্য দামে বিক্রির।
তিনি আরও বলেন, পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here