অক্টোবরের মধ্যেই গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারকে বিদায় করতে হবে:নুর।

0
8

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী সরকার সাজানো নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে।তাদের ভাবনা,নির্বাচন করে ফেললে আবারো পাঁচ বছর জনগণের উপরে চেপে বসতে পারবে। তবে আর পূরণ হচ্ছে না তাদের সেই আশা।অক্টোবরের মধ্যেই গণঅভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে বিদায় করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর।

ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথভাবে সমাবেশ করে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।এই সংহতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

ভিপি নুর বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি ইস্যুতে বিবৃতি দিয়ে সরকার দ্বিচারিতা করেছে। সরকার দুই পক্ষকে যুদ্ধ বিরতির কথা বলেছে। এখানে তো দুই পক্ষ যুদ্ধ করছে না। যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলকে বলতে হবে। কারণ তারা যুদ্ধজাহাজ, বিমান, রণতরী, অস্ত্র-সুসজ্জিত বাহিনী নিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। নারী, শিশু এমনকি নামাজ পড়তে গিয়েও ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলিদের হামলার শিকার হচ্ছে। যখন তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করছে, তখন আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রচার করছে। বিশ্ব সম্প্রদায়কে এই একপাক্ষিক চশমা পরিহার করে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। স্বাধীন ফিলিস্তিনই মধ্যপ্রাচ্যে সংকটের সমাধান।

গণঅধিকার পরিষদের এক অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, আজকে দেশে গণতন্ত্রে মৃত্যুর হয়েছ।জনবিচ্ছিন্ন হওয়ায় তলে তলে আপস করে ভারত ও ইসরায়েলের সহযোগিতায় এই সরকার আবারও ক্ষমতায় আসতে চায়। কিন্তু ভুয়া নির্বাচন করে বিদেশিদের তাবেদারি করে আর ২০১৪ ও ‘১৮ সালের মতো ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here